Katrina Kaif: ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা? জোর গুঞ্জন বলিউডে
katrina kaif (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ জুলাই: এবার কি সুখবর দিচ্ছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)? আলিয়া ভাটের (Alia Bhatt) পর ফের ক্যাটরিনাকে নিয়ে এমন গুঞ্জন শুরু হয়েছে বলিউড জুড়ে। যদিও ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরে পাপারাৎজির সামনে হাজির হননি। সেই কারণে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কার্যত গুঞ্জন ছড়াতে শুরু করেছে।

করণ জোহরের ৫০ বছরের জন্মদিনে শেষবার দেখা যায় ক্যাটরিনা কাইফকে। ওই সময় ভিকি কৌশলের হাত ধরে করণের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন ক্যাট। করণের জন্মদিনের পার্টির পর আর ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রীকে। তার জেরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের পালে হাওয়া লাগতে শুরু করেছে।

আরও পড়ুন: Sri Lanka: প্রেসিডেন্টের পর প্রধানমন্ত্রীও ইস্তফা দিন, রনিলের অপসারণের দাবিতে তুমুল বিক্ষোভ শ্রীলঙ্কায়

সম্প্রতি আলিয়া ভাট অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বলিউড জুড়ে শোরগোল শুরু হয়। বিয়ের ২ মাসের মাথায় আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শোরগোল শুরু হয়।