Katrina Kaif: বিয়ের পর বাড়িতে ফিরেই পাঞ্জাবি বউ ক্যাটরিনা রান্নাবান্না শুরু করে দিলেন, দেখুন
Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ ডিসেম্বর:  ভিকি কৌশলের (Vicky Kaushal) জন্য হালুয়া অর্থাৎ সুজি বানালেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। নিজের হাতে ভিকির জন্য সুজি তৈরি করেন ক্যাটরিনা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সেই ছবি শেয়ার করে 'আমি বানিয়েছি' বলে ট্যাগ করতে দেখা যায় অভিনেত্রীকে। মেহেন্দি রঙা হাতে কাঁচের বাটিতে সুজি রেখে ক্যাটরিনা যখন জানান, তিনি তৈরি করেছেন, তা দেখে আপ্লুত হয়ে যান তাঁর অনুরাগীরা। দেখুন...

গত ৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সিন্স সেনসেন বারওয়ারা ফোর্টে বসে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। রাজকীয়ভাবে বসে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সেরে বর্তমানে মুম্বইতে রয়েছেন বলিউডের এই তারকা দম্পতি। আগামী ২০ ডিসেম্বর ক্যাটরিনা এবং ভিকি কৌশলের রিসেপশন হতে পারে বলে খবর।

আরও পড়ুন:  Alia Bhatt: বিপাকে আলিয়া, এফআইআর হতে পারে অভিনেত্রীর বিরুদ্ধে: রিপোর্ট

তবে ওমিক্রনের (Omicron) বাড়বাড়ন্তে পিছিয়ে যেতে পারে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। জানুয়ারিতে নিজেদের রিসেপশনের আয়োজন তাঁরা করতে পারেন বলে খবর। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও তথ্য মেলেনি।