Kareena Kapoor: সীতার চরিত্রে করিনার দাবি ১২ কোটি, বিপুল পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক নায়িকা
Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ অগাস্ট:  সীতার (Sita) ভূমিকায় অভিনয়ের জনয ১২ কোটি চেয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ২০২১ সালে এমনই একটি খবরের জেরে তোলপাড় শুরু হয়ে যায় বি টাউন জুড়ে। করিনা কাপুরের ১২ কোটি পারিশ্রমিকের দাবির খবরে পেজ থ্রির পাতায় বিভিন্ন খবর উঠে আসতে শুরু করে। বিষয়টি নিয়ে এক বছর পর মুখ খুললেন করিনা।

জুম টিভির একটি সাক্ষাৎকারে করিনা বলেন, সীতার ভূমিকায় তাঁকে পছন্দ করা হয়নি। রামায়ণে সীতার ভূমিকায় অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাবও দেওয়া হয়নি কখনও। তাই যে বিষয়ের কোনও সত্যতা নেই, তা নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন করিনা।

আরও পড়ুন: Afghanistan: তালিবান রাজত্বে সংখ্যালঘুদের বাসযোগ্য নেই আফগানিস্তান, ভারতে ফিরে বললেন শিখরা

শুধু তাই নয়, এসব তৈরি করা গল্প। এসব গল্পের কোনও ভিত্তি নেই বলেও স্পষ্ট জানান করিনা কাপুর খান।