Kareena Kapoor Khan: ''তৃতীয় সন্তানের'' সঙ্গে পরিচয় করালেন করিনা
করিনা কাপুর খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৯ জুলাই: তৃতীয় সন্তানের সঙ্গে পরিচয় করালেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। কি অবাক লাগছে শুনে! তাহলে বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।

পরপর দুবার মা হওয়ার অভিজ্ঞতা কেমন, অনুরাগীদের সঙ্গে তা শেয়ার করলেন করিনা কাপুর খান। তৈমুরের (Taimur Ali Khan) জন্মের আগে তিনি যখন অন্তঃসত্ত্বা হন, তখন থেকে শুরু করে, দ্বিতীয়বার মা ডাক শোনা পর্যন্ত কেমন তা, 'প্রেগনেন্সির জার্নি', তা শেয়ার করলেন বেবো। 'করিনা কাপুর খানস প্রেগনেন্সি বিবল' বলে বই প্রকাশ করেন অভিনেত্রী। শুধু তাই নয়, এই বইকে নিজের তৃতীয় সন্তান বলেও সম্মোধন করেন করিনা।

দেখুন....

 

View this post on Instagram

 

View this post on Instagram

 

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে মা হওয়ার সেই অভিজ্ঞতা সম্মলিত বইয়ের ঝলক শেয়ার করেন অভিনেত্রী। যা দেখে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান।

আরও পড়ুন:  Nusrat Jahan: 'হ্যাপি আস', বাড়িতে নতুন সদস্যের আগমনে খুশিতে উচ্ছ্বল নুসরত

এদিকে দ্বিতীয়বার মা হলেও, সদ্যোজাতর মুখ প্রকাশ করেননি করিনা কাপুর খান। তৈমুরের জন্মের পর যেভাবে ওই সময় তাঁদের একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়, তা থেকে রেহাই পেতেই করিনা, সইফের এই সিদ্ধান্ত বলে জানা যায়।