এবার করিনা কাপুর (Kareena Kapoor Khan) এবং শাহিদ কাপুর (Shahid Kapoor) একসঙ্গে ধরা পড়লেন করণ জোহরের পার্টিতে। বিচ্ছেদের এত বছর পর এই প্রথম বলিউডের (Bollywood) প্রাক্তন জুটি করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর একসঙ্গে ধরা পড়েন। করিনা দুই পুত্র তৈমুর আলি খান এবং জেহ আলি খানকে নিয়ে করণ জোহরের পার্টিতে হাজির হন। অন্যদিকে শাহিদ কাপুর মীরা রাজপুতের সঙ্গে যশ, রুহির জন্মদিনের পার্টিতে হাজির হন। করণ জোহরের দুই সন্তানের জন্মদিনের পার্টিতে করিনা কাপুর এবং শাহিদ কাপুর একসঙ্গে ধরা পড়ায়, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
View this post on Instagram
স্ত্রীর সঙ্গে হাজির হন শাহিদ কাপুর...
View this post on Instagram