Kareena Kapoor Khan: সইফ, করিনার দ্বিতীয় সন্তানের নাম 'জে', জল্পনা বি টাউনে
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৯ জুলাই: সইফ আলি খান এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তানের নাম জে (Jeh)? কি অবাক লাগছে শুনে! তবে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদনমাধ্যমের পাতায় উঠে আসতে শুরু করেছে এমন খবর। যেখানে জানা যায়,  সইফ, করিনা নাকি তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জে। যার অর্থ নীল রঙের ঝুটিওয়ালা পাখি। তবে পতৌদি দম্পতি এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

দ্বিতীয় সন্তানের জন্মের পর তাঁর নাম কী রেখেছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি সইফ, করিনা। এমনকী, দ্বিতীয় সন্তানের মুখও দেখাননি তাঁরা। তৈমুরের (Taimur Ali Khan) জন্মের পর তাঁর নাম নিয়ে যে ধরনের বিতর্ক শুরু হয়, এই সন্তানের ক্ষেত্রে যাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগে থেকেই সাবধানী ছিলেন সইফ (Saif Ali Khan), করিনা।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: ''তৃতীয় সন্তানের'' সঙ্গে পরিচয় করালেন করিনা

ফলে দ্বিতীয় সন্তানের মুখ দেখানো তো দূর অস্ত, তার নামও প্রকাশ্যে আনেনি এই তারকা দম্পতি।