Kareena Kapoor: করিনাকে স্পর্শের চেষ্টা, ভয় পেয়ে ছিটকে গেলেন নায়িকা, দেখুন ভিডিয়ো
Kareena Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ অক্টোবর:  করিনা কাপুরের (Kareena Kapoor) সঙ্গে নিজস্বী তুলতে চেয়ে নায়িকাকে ধাক্কা দিলেন এক ব্যক্তি। যা দেখে ভয় পেয়ে যান করিনা কাপুর। করিনাকে ধাক্কা দিতে দেখে তাঁর নিরাপত্তা রক্ষী সংশ্লিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেন। কিন্তু সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান করিনা কাপুর খান। করিনা কাপুরের ভিডিয়ো প্রকাশ্যে আসতই তা ভাইরাল হয়ে যায়।

করিনা কাপুরের যে ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে দেখা যায় নায়িকার কাধে মাথা রেখে ছবি তুলতে যান এক ব্যক্তি। যা দেখে তটস্ত হয়ে পড়েন বেবো। সঙ্গে সঙ্গে করিনার নিরাপত্তা রক্ষী ওই ব্যক্তিকে নায়িকার পাশ থেকে সরিয়ে দেন।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি মুক্তি পায় করিনা কাপুর খান এবং আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা। তবে মুক্তির পরপরই মুখ থুবড়ে পড়ে লাল সিং চাড্ডা। যা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি করিনা কাপুর খানকে। বলিউডে যখন বয়কটের ট্রেন্ড চলছে, সেই সময়ই করিনা এবং আমিরের ছবি কার্যত মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।