Janhvi Kapoor: প্রাক্তনের সঙ্গে সেক্স? জাহ্নবী কাপুরের উত্তরে চমকে উঠবেন
Jhanvi Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ জুলাই:  জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) কি তাঁর প্রাক্তনের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কখনও? কফি উইথ করণের হট সিটে হাজির হয়ে এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে। যার উত্তরে শ্রীদেবী-কন্যা যা বলেন, তা শুনলে কার্যত চমকে যাবেন আপনিও।

সম্প্রতি সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে কফি উইথ করণে হাজির হন জাহ্নবী কাপুর। জাহ্নবীকে করণ জোহর (Karan Johar)  প্রাক্তনের সঙ্গে সেক্স নিয়ে সোজাসাপ্টা প্রশ্ন করেন। যার উত্তরে জাহ্নবী জানান, এ বিষয়ে তিনি কোনও কথা বলবেন না। শুধু তাই নয়, পুরনো জীবনের দিকে তিনি আর ফিরে তাকাতে চান না বলেও মন্তব্য করেন জাহ্নবী কাপুর।

আরও পড়ুন: Rahul Gandhi: 'বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে ধ্বংস করছে বিজেপি', জিএসটি বৃদ্ধিতে তোপ রাহুলের

প্রসঙ্গত সারা আলি খান এবং জাহ্নবী কাপুর নাকি একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে ডেট করছেন। কফি উইথ করণ-এ এমনও ইঙ্গিত দিতে দেখা যায় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালককে। যদিও সারা আলি খান বা জাহ্নবী কাপুর এ বিষয়ে মুখে রা কাটেননি।