দিল্লি, ১১ জুন: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) চড়কাণ্ডে এবার অভিনেত্রী, সাংসদকে কটাক্ষ করলেন বন্যা মির্জা (Bonna Mirza)। বাংলাদেশি অভিনেত্রী বন্যা মির্জা নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনাকে ট্রোল করেন। নাম না করে বন্যা বলেন, ''বেশী কথা বললে তো থাপ্পর খেতে হয়, তা সে যেই হোক, আর অভিনেতা যত বড়ই হোক। এটি একটি এমন থাপ্পর, যা না দিলে ঠিক হতো না।থাপ্পর খেলে যা হয়, অন্য কিছুতে তা হয়না। একটি থাপ্পর এমন সকল অভিনেতার জন্য ঠিক।( অভিনয় পেশা, অভিনেতা ব্যক্তি) যারা এমন এমন করে কথা বলে থাকে।''
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলাদেশি অভিনেত্রী বন্যা মির্জা যখনই ওই মন্তব্য করেন, সেখানে নাম না নিলেও কারও বুঝতে অসুবিধা হয়নি যে তিনি অভিনেত্রী তথা সদ্য মান্ডির নির্বাচিত সাংসদ কঙ্গনাকেই কটাক্ষ করেছেন। ফলে তাঁর পোস্টের নীচে একাধিক মন্তব্য উঠে আসতে শুরু করে। কঙ্গনাকে করা বন্যা মির্জার ওই কটাক্ষ ঘিরে জোর চর্চা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Kangana Ranaut Slap Incident: 'মায়ের সম্মানে এমন হাজার চাকরি ছাড়তে পারি', বললেন কুলভিন্দর
কঙ্গনা সম্পর্কে কী লিখলেন বাংলাদেশি অভিনেত্রী দেখুন...
সম্প্রতি চণ্ডিগড় বিমানবন্দরে সিআইএসএফের কর্তব্যরত মহিলা কনস্টেবল কুলভিন্দর কউর (Kulwinder Kaur) সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারেন। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনাকে চড় মারেন কুলভিন্দর কউর নামে ওই মহিলা কনস্টেবল। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
ওই ঘটনার পর কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পালটা ভিডিয়ো শেয়ার করেন এবং তিনি ঠিক আছেন বলে জানান। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই নেটিজেনদের মধ্যে দুটি ভাগ দেখা যায়। একপক্ষ কঙ্গনার হয়ে সুর চড়ান। অপরপক্ষ কুলভিন্দর যা করেছেন, সঠিক বলে দাবি করেন।
কঙ্গনা রানাউতের চড়কাণ্ডের পর কুলভিন্দর কউরকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তাতেও দমেননি কুলভিন্দর। মায়ের সম্মানের জন্য তিনি এমন এক হাজার চাকরি ছাড়তে পারেন বলে মন্তব্য করেন সিআইএসএফের ওই মহিলা কনস্টেবল।