মুম্বই, ১৯ নভেম্বর: কেন্দ্রের ৩ কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ৩ কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই ঘোষণার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক মন্তব্য করেন কঙ্গনা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'এঁদের ঠাণ্ডা করতে স্বৈরাচারী প্রয়োজন।' কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে 'দুঃখজনক' এবং 'লজ্জাজনক' বলে মন্তব্য করেন কঙ্গনা।
দেখুন কী বললেন কঙ্গনা রানাউত...
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Gandhi) ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধীরা (Priyanka Gandhi)। কৃষকদের জয়ে উচ্ছ্বসিত রাহুল গান্ধী। অন্যদিকে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, সামনেই নির্বাচন। ভোটের দিকে তাকিয়ে কেন্দ্র এই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করেছে বলে দাবি করেন প্রিয়াঙ্কা গান্ধী।