Kangana Ranaut: 'ছোটি কঙ্গনা', অন্তর্জালে ভাইরাল অভিনেত্রীর 'হমশকল' কিশোরী সুমন
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১০ জুলাই: সে যেন অবিকল কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কঙ্গনার মতো সাজপোশাক থেকে শুরু করে কথা বলার আদবকায়দা, সবকিছুই যেন মিলে যায় কঙ্গনার সঙ্গে। সম্প্রতি সুমন পুরি নামে ৯ বছরের এক কিশোরীর ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

সুমন পুরি নামে বছর নয়ের ওই কিশোরীর ভিডিয়ো দেখে মুখ খোলেন কঙ্গনা রানাউত নিজেও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে কঙ্গনাকে ভালবাসা জানান তিনি।

আরও পড়ুন: Alia Bhatt: 'কী প্রমাণ করতে চাইছেন?' পোশাক নিয়ে জোরদার সমালোচনার মুখে আলিয়া

কঙ্গনার কথা থেকে শুরু করে, বিভিন্ন ছবির ডায়ালগ, সবকিছুই যেন সুমনের টটস্থ। সুমনের (Suman Puri) সাজপোশাক দেখে তাঁকে ছোটি কঙ্গনা বলে ডাকছেন অনেকেই। এমনকী, সুমন পুরির ভিডিয়ো এবং ছবি নিয়ে নেটিজেনদের একাংসের মধ্যে জোর সমালোচনাও শুরু হয়ে গিয়েছে।