Alia Bhatt: 'কী প্রমাণ করতে চাইছেন?' পোশাক নিয়ে জোরদার সমালোচনার মুখে আলিয়া
আলিয়া ভাট, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১০ জুলাই: ফের আলিয়া ভাটকে (Ali Bhatt) নিয়ে জোরদার সমালোচনা শুরু করলেন নেটিজেনদের (Netizen) একাংশ। পোশাক পরেছেন না শরীর প্রদর্শন করছেন বলে কটাক্ষ করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন,  এই ধরনের পোশাক পরে কী প্রমাণ করতে চাইছেন আলিয়া! মহেশ ভাট-কন্যার ওই ভিডিয়ো নিয়ে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা।

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সির দফতরে দেখা যায় আলিয়া ভাটকে। শোনা যায়, গাল গ্যাডোট, এমা স্টোনদের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে আলিয়াকে। সেই কারণেই তাঁকে আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সির দফতরে দেখা যায়। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Kareena Kapoor Khan: সইফ, করিনার দ্বিতীয় সন্তানের নাম 'জে', জল্পনা বি টাউনে

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় আলিয়া ভাটকে। মহেশ ভাটের পাশাপাশি আলিয়া ভাটকে নিয়েও সমালোচনা শুরু হয়ে যায়। যার জেরে সুশান্তের মৃত্যুর পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সড়ক টু।