Kajol and Mother Tanuja Mukerji (Photo Credits: Instagram)

মুম্বই, ২৩ সেপ্টেম্বর: ৭৭ বছরে পা দিলেন অভিনেত্রী তনুজা (Tanuja Mukerji)। মায়ের জন্মদিনে মা-কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন কাজল (Kajol)। তিনি লিখেছেন, "মা আমার রক্ষাকবচ। যখন আমি মায়ের সঙ্গে থাকি, আমার মনে হয় আমাকে রক্ষা করছেন কোনও সেনা। শুভ জন্মদিন সেই মানুষটিকে যিনি আমাকে একজন মহিলার সমস্ত দিক জানতে সাহায্য করেছেন-যোদ্ধা, স্ত্রী, মা, বোন, মহিলা। একজন ভাল মানুষ হয়ে ওঠার শিক্ষাও আমি মায়ের থেকেই পেয়েছি। শুভ জন্মদিন মাম্মা। অনেক অনেক ভালবাসা তোমায়।"

ইনস্টাগ্রাম পোস্টে কাজল লিখেছেন, "তোমাকে মা হিসেবে পেয়ে আমার জন্ম সার্থক হয়েছে। আর এরজন আমি তোমাকে মন থেকে কৃতজ্ঞ জানাচ্ছি।" #foreveryourbaby হ্যাশট্যাগ দিয়ে ছবিটি শেয়ার করেছে কাজল। ছবিটিতে মা-মেয়ে দু'জনেই শাড়ি পরে রয়েছেন।

তনুজার ছোট মেয়ে তানিশা মুখার্জিও মায়ের জন্মদিনে পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। তানিশা লিখেছেন, "তুমি আমার কাছে গোটা একটা পৃথিবী। ভালবাসা থেকে প্রকৃতি। আমার কাছে সবটা জুড়ে শুধু তুমিই। ভালবাসি তোমাকে।"