JL 50 Series Review: বিমান দুর্ঘটনার সত্য উদঘাটন, অনেকদিন পর চেনা ছন্দে অভয় দেওল
JL 50 Review (Photo Credit: File Image)

JL 50 Review: টাইম-ট্রাভেল এয়ারপ্লেনস...কনস্পিরাসি থিওরিজ...উওর্ম হোলস... যদি আপনি ভেবে থাকেন, এইসমস্ত খটমট শব্দ দেখে যে হলিউড কোনও ছবির বিবৃতি দিচ্ছি, তাহলে ভুল ভাবছেন। কথা হচ্ছে, JL 50 হল মিনি ওয়েব সিরিজ। একের পর এক অকল্পনীয় টুইস্টে জমে ক্ষীর পুরো ছবিটি। তবে বেশ কিছু টেকনিক্যাল ত্রুটি রয়েছে। তা স্বত্ত্বেও ছবিটি দেখে তৃপ্তি পাবেন।

চারটি পার্টের মিনি সিরিজ JL 50, ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট লেখা এবং পরিচালনায় শৈলেন্দার ব্যাস। ওয়েব সিরিজটির লিড রোলে রয়েছেন অভয় দেওল, এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন পঙ্কজ কাপুর, হৃতিকা আনন্দ, পীযূশ মিশ্র এবং রাজেশ শর্মা। SonyLIV-তে শুরু হয়েছে ছবিটির স্ট্রিমিং। ছবির গল্প ২০১৯-র রহস্যজনক বিমান দুর্ঘটনার তদন্ত নিয়ে, যা শুরু করেন দুই CBI অফিসার- ঘটনার তদন্তে নেমেই ১৯৮৪ সালে মাঝ আকাশে হারিয়ে যাওয়া এক বিমানের তথ্য উঠে আসে তাদের হাতে। মিনি সিরিজ হলেও ছবির কনসেপ্ট মারাত্মক, টানটান উত্তেজনাময় একটি থ্রিলার, যা আপনাকে চোখের পলক ফেলতে দেবে না।ছবিতে গল্প বলার ধরণ বেশ অন্যরকম, যা আপনাকে আরও বেশি ছবির মধ্যে ডুবিয়ে রাখবে।

ছবির বাজেট যে একেবারেই সামান্য, সেটি বোঝা যাচ্ছিল ছবিতে VFX-র ব্যবহারে তবে ভাল কথা হল, ছবির গল্পে সেটার কোনও প্রভাব পড়েনি। VFX-র ব্যবহার ছাড়াও ছবির উপস্থাপনা-সহ আরও কিছু টেকনিক্যাল বিষয়তে বেশ খামতি রয়েছে। তবে JL 50 তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে, তাই এত খামতি থাকা স্বত্ত্বেও ছবির শেষ পর্যন্ত দেখতে আপনি বাধ্য হবেন। শীর্ষ তদন্তকারী অফিসার হিসেবে সেরা অভিনয় করেছেন অভয় দেওল। ফিজিক্সের অধ্যাপক পঙ্কজ কাপুর, মাঝ আকাশে হারিয়ে যাওয়া বিমানের রহস্যভেদ করতে তাঁর ভূমিতা অন্যতম।

সর্বশেষ ভাবনা- অভয় দেওল এবং পঙ্কজ কাপুরের সায়েন্স-ফিকশন রহস্যজনক থ্রিলার সিরিজের বেশ কিছু জায়গায় ছন্দ কাটলেও নি:সন্দেহে এটি আপনার মন জয় করবেই।