![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/Jawan-Box-Office-Collection-Day-1-380x214.jpg)
বক্স অফিসে দেদার ব্যবসা করছে জওয়ান। মুক্তির ১৮ দিনের মধ্যে শাহরুখ খানের ছবি গোটা দেশ জুড়ে ৫৬০ কোটির ব্যবসা করে ফেলেছে বলে খবর। ভারত জুড়ে ৫৬০ কোটির ব্যবসা করলেও, শাহরুখ খানের এই সিনেমা গোটা বিশ্বে ১০০০ কোটির ব্যবসা সম্পন্ন করেছে বলে সূত্রের খবর। যা নিয়ে শাহরুখ খানের অসংখ্য অনুরাগী আপ্লুত। জওয়ানের ৫৬০ কোটির ব্যবসা কার্যত হারিয়ে দেয় শাহরুখ খানের আগের ব্লকবাস্টার পাঠান-কে। পাঠান যেখানে ৫৪৬ কোটির ব্যবসা করে, সেখানে জওয়ান মুক্তির ১৮ দিন ৫৬০ কোটির অঙ্কে পৌঁছে গিয়েছে বলে খবর।
View this post on Instagram