jawan (Photo Credits: X)

মুম্বই, ১৯ সেপ্টেম্বরঃ বক্স অফিস নামটা শুনলে সবাই আগেই যার কথ মাথায় আসে তিনি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কোভিডের আগে একের পর এক ফ্লপ ছবি পর এইভাবে তিনি ফিরে আসবেন তা হয়তো কেউ কল্পনা করেননি। কিন্তু তাঁর 'কাহানী আভি বাকি হ্যায়' জনপ্রিয় সংলাপটি বাস্তবেও সত্যি প্রমাণ করলেন কিং খান। প্রথমে পাঠান (Pathaan) আর এবার জওয়ান (Jawan)। পাঠান দিয়ে বছর শুরুতেই ১০০০ কোটির ব্যবসা করে হিন্দি চলচ্ছিত্র জগতের পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। গড়ে ছিলেন নতুন রেকর্ড। আর জওয়ানের কথা যতই বলা হবে কমই মনে হবে। মাত্র ১২ দিনে ছবির ব্যবসা তাক লাগাল গোটা বিশ্বের বক্স অফিসকে। এখনও দু সপ্তাহ পার হয়নি তার মধ্যেই বিশ্ব জুড়ে জওয়ানের ব্যবসা ৮০০ কোটির ঘরে প্রবেশ করে গিয়েছে। খুব শীঘ্রই নিজের ১০০০ কোটির রেকর্ডও ভাঙবেন শাহরুখ, মনে করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা।

আরও পড়ুনঃ গণেশ চতুর্থীর সকালেই মুম্বইয়ের লালবাউগচা রাজার দর্শন কার্তিকের, রইল ভিডিয়ো

অন্যদিকে জওয়ানের সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স (Netflix)। প্রেক্ষাগৃহের পর সেই ওটিটি মঞ্চেই মুক্তি পাবে ছবিটি। তবে জানা যাচ্ছে, ওটিটি মঞ্চে দেখান হবে ছবি থেকে মুছে দেওয়া (ডিলিটেট সিন) দৃশ্যগুলোও। সেন্সর বোর্ড থেকে বাদ দেওয়া দৃশ্য সমেত ওটিটিতে থাকবে ছবিটি। প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিটের জওয়ান ওটিটিতে (Jawan on Netflix) বেড়ে হবে ৩ ঘণ্টার ১৫ মিনিট।