মুম্বই, ২৩ সেপ্টেম্বরঃ এভাবেও ফিরে আসা যায়। আবারও তা প্রমাণ করলেন তিনি। কোভিডের আগে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) একের পর এক ফ্লপ ছবি বেজায় নিরাস করেছিল তাঁর অনুরাগী তো বটেই এমনকি সিনেপ্রেমীদেরও। ৫৭ বছরের অভিনেতা যে এখনও দমে যায়নি, তাঁর বাজার যে এখনও পড়ে যায়নি তা তিনি চলতি বছরের শুরুতেই পাঠান (Pathaan) দিয়ে প্রমাণ করেছেন। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড গড়েছে সেই ছবি। বিশ্বজুরে বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন কিং খান। পাঠানের হাজার কোটির রেকর্ড শিগগিরি ভাঙবে জওয়ান (Jawan)।
কথাতেই আছে, পুরনো চাল ভাতে বাড়ে। তাবড় অভিনেতাদের ক্ষেত্রে সেই প্রবাদ অঙ্গাঙ্গীভাবে মেলে বইকি। দিন কয়েক আগে সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেলের (Ameesha Patel) গদর টু (Gadar 2)-ও যেন বার বার সেই কথা স্মরণ করাচ্ছিল। বক্স অফিসে ৬৮৬ কোটি টাকার ব্যবসা করেছে সেই ছবি। এদিকে অ্যাটলি (Atlee) পরিচালিত জওয়ানের ব্যবসাও অপ্রতিরোধ্য। গোটা বিশ্বে ছবির ব্যবসা দাঁড়িয়ে ৯৫৪ কোটি টাকায়। মুক্তির মাত্র ১৬ দিনের মধ্যেই এই আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে শাহরুখ খানের জওয়ান।
Let the celebrations continue 'cuz there's no stopping JAWAN! 🔥
Book your tickets now!https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/VTvesOaIAa
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 23, 2023
আজ শনিবার ছবির প্রযোজনা সংস্থা রেড চিলিসের তরফে জানানো হয়েছে জওয়ানের ৯০০ কোটি ঘর পার করার সুখবর। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা আগেই জানিয়েছিলেন জওয়ান ১০০০ কোটির ঘর পার করবে দ্রুত। সেই পথেই এগোচ্ছে বিক্রম রাঠর।