Jacqueline Fernandez: উদ্যোগপতি বন্ধু, মুম্বইতে নতুন বাড়িতে সংসার সাজাচ্ছেন জ্যাকলিন
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৬ জুন: খুব শিগগিরই নিজের বিশেষ বন্ধুর সঙ্গে মুম্বইতে নতুন বাড়িতে সংসার সাজাবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এমনই একটি খবর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে।

জানা যাচ্ছে, দক্ষিণের এক উদ্যোগপতির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শ্রীলঙ্কান সুন্দরি। তাঁর সঙ্গে থাকতেই আপাতত মুম্বইয়ের জুহুতে নতুন বাড়িতে থাকতে চলেছেন জ্যাকি। জুহুর নতুন বাড়ি থেকে যাতে শিগগিরই শ্যুটিং স্পটে পৌঁছনো যায়, সেদিকে নজর রেখেই জ্যাকলিন বাড়ি গুছিয়ে তুলছেন বলে খবর। যদিও জ্যাকলিন ফার্নান্ডেজ নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: পাখার বাতাস দিয়ে জামাই বরণ, গৌরবের ষষ্ঠীর মুহূর্ত শেয়ার করলেন দেবলীনা

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka hopra) মুম্বইয়ের বাড়ি জ্যাকলিন (Jacqueline Fernandez) ভাড়া নেন বলে জানা যায়। বিপুল অর্থ ভাড়া দিয়েই জ্যাকলিন সেখানে থাকতে শুরু করেন। তবে বর্তমানে পরিস্থিতি পৃথক। ফলে বন্ধুর সঙ্গে থাকতে এবার জুহুতে ( Juhu ) নতুন বাড়িতে যাচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।