ইজরায়েলি রাষ্ট্রদূতের সামনে কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করেন চলচ্চিত্র পরিচালক দীপা মেহতা। আরব দেশগুলি কেন ইহুদি সম্প্রদায়ের মানুষকে তাঁদের নিজেদের একটি মাত্র দেশের মান্যতা দিতে পারছে না বলে ইজরায়েলের রাষ্ট্রদূতের সামনে সম্প্রতি মন্তব্য করেন কঙ্গনা। ইজরায়েলের রাষ্ট্রদূতের সামনে এই মন্তব্য করলে কঙ্গনার বক্তব্য ট্য়ুইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে পালটা মন্তব্য করেন চলচ্চিত্র পরিচালক দীপা মেহতা। কঙ্গনাকে এ বিষয়ে বলার জন্য কে ছেড়ে দিলেন বলে কটাক্ষ করেন দীপা। যার পালটা উত্তর দেন কঙ্গনাও। ম্যাডাম আপনি শুধরে যান বলে দীপা মেহতার প্রতি মন্তব্য করেন অভিনেত্রী। এমনকী, দীপা মেহতার মন্তব্যের জেরে তাঁকে পালটা কড়া ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি কঙ্গনা। দেখুন...
Who let her loose means ?? Tumko kya Aurangzeb ki aatma ne apne harem mein chained slave banake rakha hai ? Madam lagta hai kuch zayada BDSM ho raha hai aaj kal raaton mein.
Sudhar jao !! https://t.co/w81A4gvIwk
— Kangana Ranaut (@KanganaTeam) October 29, 2023
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। প্রায় ১৪০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে হামাস। ওই ঘটনার পর গাজায় পালটা হানাদারি শুরু করে ইজরায়েল। হামাস নিধনে একের পর এক বিমান হামলা থেকে শুরু করে বর্তমানে পশ্চিম তীরের জেনিন প্রদেশেও আইডিএফ প্রবেশ করেছে। পাশাপাশি গাজায় কোনওরকম যুদ্ধ বিরতি মানে হামাসের কাছে আত্মসমর্পণ। যা সম্ভব নয় বলে স্পষ্ট জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।