Yami Gautam: বলি পাড়ায় ফের সুখবর, মা হতে চলেছেন আর্টিকেল ৩৭০ অভিনেত্রী ইয়ামি গৌতম
Yami Gautam and Husband Aditya Dhar (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ জানুয়ারিঃ বলি পাড়ায় শীঘ্রই আরও এক খুশির খবর। বিরাট-অনুষ্কার পর বাবা-মা হতে চলেছেন ইয়ামি-আদিত্য (Yami Gautam and Aditya Dhar)। জোর জল্পনা মা হতে চলেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের তিন বছরের মধ্যে আদিত্য এবং ইয়ামির কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সদ্য মুম্বইয়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। আর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে উঠে আসতেই নেটাগরিকদের চোখে পড়েছে নায়িকার (Yami Gautam) স্ফীত বেবিবাম্প। সেই থেকেই আদিত্য-ইয়ামির বাবা-মা হওয়ার জল্পনার সূত্রপাত।

গতকাল শুক্রবার একসঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন তারকা দম্পতি। নায়িকার পরনে ছিল ঢিলেঢালা সালোয়ার। ক্যামেরার সামনে যতক্ষণ ছিলেন সালোয়ারের ওড়না দিয়ে নিজের পেট আড়াল করে গিয়েছেন ইয়ামি (Yami Gautam)। যা নেটাগরিকদের মনে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছে। যদিও ইয়ামি কিংবা স্বামী আদিত্যর তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

দেখুন... 

অন্যদিকে দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন 'বিরুষ্কা'। গত বছরের শেষে দিকে স্ফীত বেবিবাম্পে বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন অনুষ্কা। তারকা দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নতুন বছরের শুরুর দিকেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। তবে এখনও অবধি তারকা দম্পতি সেই বিষয়ে মুখ খোলেননি।

২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইয়ামি এবং পরিচালক আদিত্য ধর। ২০১৯ সালে 'উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির শুটিং পর্বে যুগলের প্রেম শুরু। নায়িকা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবির মুক্তির অপেক্ষায়। আদিত্য সুহাস জাম্বেলে পরিচালিত 'আর্টিকেল ৩৭০' তে অভিনয় করেছেন ইয়ামি। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।