Bobby Deol (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারিঃ সন্দীপ রেড্ডি ভঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত ছবি 'অ্যানিম্যাল'এর (Animal) হাত ধরে আরও একবার বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্ব বাঁচিয়ে তুলেছেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল (Bobby Deol)। ছবিতে খুব অল্প পরিসরে তাঁকে দেখা গেলেও বাকি তারকাদের থেকে অ্যানিম্যাল এর প্রচারের আলো সবচেয়ে বেশি যে তাঁর উপরেই পড়েছে সে বিষয়ে সন্দেহ নেই। হিন্দি চলচ্চিত্রে খলনায়কের ট্রেড মার্ক সেট করেছেন ববি। মূক আব্রার হকের চরিত্র ববিকে লাইমলাইটে এনে দাঁড় করিয়েছে। তার পরেই গুঞ্জন উঠেছিল পরিচালক নিতেশ তিওয়ারির পরবর্তী ছবি 'রামায়ণ'এর (Ramayana) অংশ হতে চলেছেন ধর্মেন্দ্র পুত্র।

আরও পড়ুনঃ  ‘টুয়েলভথ ফেল’ থেকে ‘অ্যানিম্যাল’ প্রকাশ্যে ফিল্মফেয়ার ২০২৪-এর মনোনয়ন তালিকা, বিশেষ নজরে বাংলার টোটা

বেশ বড়সড় বাজেট নিয়ে পরিচালক নিতেশ তিওয়ারি রামায়ণ নিয়ে মাঠে নামবেন। ছবিতে এখনও পর্যন্ত রণবীর কাপুর (Ranbir Kapoor), হৃত্বিক রোশন (Hrithik Roshan), আলিয়া ভাট (Alia Bhatt), দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অভিনয়ের করার কথা রয়েছে। সেই তালিকাতেই জুড়েছিল ববির (Bobby Deol) নাম। গুঞ্জন উঠেছিল রামায়ণে কুম্ভকর্ণের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তবে সেই খবরে কোন সত্যতা নেই বলেই দাবি করেছেন অভিনেতার মুখপাত্র। ববির টিম জানিয়েছে, নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণের অংশ হচ্ছেন না ববি। সেই সংবাদকে সম্পূর্ণ ভুয়ো।

এই মুহুর্তে দক্ষিণী ছবি 'কাঙ্গুভা'র (Kanguva) শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ববি দেওল (Bobby Deol)। ছবিতে আরও রয়েছেন সুরিয়া, দিশা পাটানি। এছাড়া শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরয়ান খানের (Aryan Khan) প্রথম পরিচালনা 'স্টারডম'এ (Stardom) ববিকে দেখা যাবে। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্র করতে চলেছেন ববি দেওল।