মুম্বই, ২৯ এপ্রিল: লকডাউনের নিস্তব্ধতায় ইরফান খানের শেষকৃত্য সম্পন্ন হল। পরিবারের তরফে জানানো হয়েছে, 'দুপুর ৩টের সময় ইরফানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, .তাঁর প্রয়ানে পরিবারের সকলেই শোকাহত, শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াই চালিয়েছেন ইরফান খান ও যেখানেই আছে ভাল আছে, আমরা ওঁর আত্মার শান্তি কামনা করি।' মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন অভিনেতার। ইরফানের শেষকৃত্যে পরিবারের সকলেই প্রায় হাজির ছিলেন। তবে, লকডাউনের জেরে ইরফানের শেষকৃত্যে সেভাবে হাজির থাকতে পারেনি বলিউড। ইরফান খানের অকাল প্রয়ানে কান্নায় ভেসেছে বলি থেকে টলি।
হাসপাতালে বাইরে দেখা যায় ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে বাবিল এবং অয়নকে। ভারসোভা কবরস্থানে হাজির ছিলেন বিশাল ভরদ্বাজ। হায়দার এবং সাত খুন মাফে দু'জনে একসঙ্গে কাজ করেছেন। ইরফানের শেষযাত্রায় শামিল হয়েছিলেন তিগমাংশু ধুলিয়া, কপিল শর্মা, মিকা সিং, রাজপাল যাদব। এছাড়াও ইরফানের কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন এদিন ভারসোভাতে। লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনেই শেষকৃত্য সম্পন্ন হয় ইরফান খানের।