মুম্বই, ২৯ এপ্রিলঃ চলচ্চিত্র জগতের এক অতি প্রতিভাবান অভিনেতা ইরফান খানের মৃত্যুর তিন বছর পার (Irrfan Khan Death Anniversary)। কেবল ভারতীয় চলচ্চিত্র নয় আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ইরফান রেখে গিয়েছেন নিজের অনবদ্য অবদান। ইরফানের প্রয়াণ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি। ‘সালাম বোম্বে’ (Salaam Bombay) ছবি দিয়ে হিন্দি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেতা। তাঁর প্রথম ছবিই অস্কারের মঞ্চে মনোনয়ন পেয়েছিল। লাইফ ইন এ মেট্রো (Life in a Metro), দ্য লাঞ্চ বক্স (The Lunchbox), হিন্দি মিডিয়াম (Hindi Medium), পিকু (Piku), অভিনেতার সেরা হিন্দি ছবি গুলোর মধ্যে অন্যতম।
হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে বিদেশি সিনেমাতেও নিজেকে মেলে ধরেছিলেন তিনি। অনায়াসে জয় করেছিলেন আন্তর্জাতিক দর্শকদের মনও। আজ ২৯ এপ্রিল প্রয়াত অভিনেতা ইরফান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী (Irrfan Khan 3rd Death Anniversary) উপলক্ষ্যে তাঁর সেরা ৫ হলিউড চলচ্চিত্রে ফিরে দেখা, যা তাঁকে এনে দিয়েছিলে আন্তর্জাতিক খ্যাতি। এই ছবি গুলো আপনি না দেখে থাকলে অবশ্যই দেখুন...
দ্য নেমসেক (The Namesake)
স্লামডগ মিলিয়নারি (Slumdog Millionaire)
দ্য আমেজিং স্পাইডার ম্যান (The Amazing Spider-Man )
লাইফ অফ পাই (Life Of Pi)
জুরাসিক ওয়ার্ল্ড (Jurassic World)
শিল্পীর মৃত্যু হলেও মৃত্যু হয় না শিল্পীর রেখে যাওয়া শিল্পের। নিজের শিল্পের মধ্যে দিয়েই যে শিল্পীরা বেঁচে থাকেন যুগের পর যুগ ধরে।