Aamir Khan: দেশ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, 'লাল সিং চাড্ডার বয়কটের' দাবির বিরোধিতায় আমির-কন্যা
Aamir Khan, Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ অগাস্ট:  লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) সমর্থনে এবার বাবার পাশে দাঁড়ালেন কন্যা ইরা খান। বিশেষ বন্ধু নূপুর শিখরের সঙ্গে ছবি শেয়ার করে ইরা হ্যাশট্যাশ দিয়ে লাল সিং চাড্ডা লেখেন। আমিরের ছবি নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক শুরু হয়েছে, বয়কটের দাবি তোলা হচ্ছে নেটিজেনদের একাংশের তরফে, সেই সময় নয়া পদক্ষেপ করলেন ইরা খান (Ira Khan)।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে নূপুর শিখরের সঙ্গে ছবি শেয়ার করেন, বাবার আগামী ছবির নাম হ্যাশট্যাগের মাধ্যমে জুড়ে দেন আমির কন্যা।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি আমির খান (Aamir Khan) এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) পরবর্তী ছবি লাল সিং চাড্ডা বয়কটের ডাক দেওয়া হয়। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে লাল সিং চাড্ডার বয়কটের দাবিতে জোড়া একাধিক হ্যাশট্যাগ। ভারতে যেভাবে অসহিষ্ণুতা বাড়ছে, তাতে এই দেশে বসবাস করতে বয় হচ্ছে বলে এক সময় মন্তব্য করেন আমির খান।  আমিরের পুরনো বক্তব্যকে তুলে, তাঁকে ট্রোল করেন অনেকে।  এমনকী, শিবলিঙ্গের মাথায় দুধ ঢালা হয়, তা অপচয় বলেও এক সময় মন্তব্য করেন আমির।  যা নিয়েও বিস্তর বিতর্ক শুরু হয়। পুরনো ইস্যুকে তুলে এনে এবার আমিরের লাল সিং চাড্ডা বয়কটের ডাক দেন অনেকে।  এমনকী, যে দেশে থাকতে ভয় হয়, সেখান কেন নিজের ছবির মুক্তি করছেন! এমন প্রশ্নও তোলেন অনেকে।

আরও পড়ুন: Partha Chatterjee: রুটিতে বেজায় অরুচি, আবেদনে সাড়া দিয়ে রাতে ভাত পার্থকে

আমিরের পাশাপাশি করিনা কাপুর খানকে নিয়েও বিতর্ক শুরু হয়। আমাদের সিনেমা না দেখার হলে দেখবেন না বলে করিনা একবার মন্তব্য করেন।  করিনার সেই বিতর্কিরত মন্তব্য তুলে ধরে এবার তাঁকেও কটাক্ষ করেন অনেকে।  সবকিছু মিলিয়ে আমির, করিনার ছবি লাল সিং চাড্ডার বয়কটের দাবিতে যখন শোরগোল শুরু হয়েছে, সেই সময় বাবার পাশে অভিনব কায়দায় দাঁড়ালেন ইরা খান।