
মুম্বই, ৩ জানুয়ারি: বিয়ের পরপরই এবার বিপাকে পড়লেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বছরের শুরুতে ইন্দোরে শ্যুটিংয়ের সময় এবার বিপাকে পড়লেন বলিউড (Bollywood) অভিনেতা। ইন্দোরে সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে শ্যুটিংয়ের সময় ভিকি কৌশলরা যে মোটরবাইক ব্যবহার করেন, তা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন ভিকি।
রিপোর্টে প্রকাশ, ইন্দোরের (Indore) এক ব্যক্তি অভিযোগ করেন, শ্যুটিংয়ের সময় ভিকি এবং সারার বাইকে ব্যবহৃত রেজিস্ট্রেনশন নম্বর, আদতে তাঁর। তাঁর মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর বলিউড অভিনেতার ছবিতে ব্যবহার করা হয়েছে। এরপরই ওই ব্যক্তি এফআইআর দায়ের করেন। জয় সিং যাদব নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর বাইকের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে বিনা অনুমতিতে ব্যবহার করা হল। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
এই সেই মোটরবাইক...
अभिनेता विकी कौशल व अभिनेत्री सारा अली खान की आगामी फिल्म प्रोडक्शन 25 की शूटिंग आज शहर के नंदलालपुरा में चल रही है।#bollywoodactor#saraalikhan#VickyKaushal #production @vickykaushal09 @SaraAliKhan pic.twitter.com/rLQMAJ3g5l
— JD Jansampark Indore (@jdjsindore) December 26, 2021
জয় সিং যাদব বলেন, তাঁর অজ্ঞাতসারে যেভাবে মোটরবাইকের নম্বর নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে ছবিতে ব্যবহার করা হয়েছে, তার জেরে ওই নম্বরের গাড়ি কোনও কাণ্ড ঘটালে, তার দায় তো তাঁকেই নিতে হবে। এই ভয়েই তিনি এফআইআর দায়ের করেন বলে জানান জয় সিং যাদব। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এফআইআর রেজিস্ট্রেশন করা হয়নি। তদন্তের পরই বিষয়টি নিয়ে মুখ খোলা হবে বলে জানানো হয় মধ্যপ্রদেশ পুলিশের তরফে।