নয়াদিল্লি: RRR সিনেমার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে নাটু নাটু (Naatu Naatu) গানটি (song)। সিনেমা রিলিজ করার পর থেকে এখনও পর্যন্ত গোটা বিশ্বের আট থেকে আশি কোমর দুলিয়েছে এই গানের তালে। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত এই গানটি জিতে নিয়েছে গ্লোডেন গ্লোব (Golden Globes) বা ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড। গানটি ইতিমধ্যে অরিজিনাল সং ক্যাটাগরিতে মনোনীতও হয়েছে। সারা বিশ্বজুড়ে তৈরি হওয়া এই গানে নাচার হিড়িক শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতেও (South Korea)।
সম্প্রতি ভারতে অবস্থিত দক্ষিণ কোরিয়া দূতাবাসের (South Korean embassy) রাষ্ট্রদূত ও অন্য কর্মীদের নারী-পুরুষ নির্বিশেষে এই গানে নেচে উঠতে দেখা গেল। যার ভিডিয়ো দেখে অন্য নেটিজেনদের মতো আনন্দিত হতে দেখা গেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Indian Prime Minister Naremdra Modi )। এমনকী কোরিয়ান দূতাবাসের নাচের ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি।
শনিবার রাত ৮.৩১ মিনিটে ভারতে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে একটি ভিডিয়ো টুইট করা হয়। তার শিরোনামে লেখা আছে, আপনি কি নাটুকে চেনেন। আমরা কোরিয়ান দূতাবাসের নাটু নাটু নাচটি শেয়ার করে খুশি হয়েছি, দেখুন কোরিয়ান রাষ্ট্রদূত ছাং জে-বক ও দূতাবাসের অন্য কর্মীরা নাটু নাটু নাচছে।
𝐍𝐚𝐚𝐭𝐮 𝐍𝐚𝐚𝐭𝐮 𝐑𝐑𝐑 𝐃𝐚𝐧𝐜𝐞 𝐂𝐨𝐯𝐞𝐫 - 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐄𝐦𝐛𝐚𝐬𝐬𝐲 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚
Do you know Naatu?
We are happy to share with you the Korean Embassy's Naatu Naatu dance cover. See the Korean Ambassador Chang Jae-bok along with the embassy staff Naatu Naatu!! pic.twitter.com/r2GQgN9fwC
— Korea Embassy India (@RokEmbIndia) February 25, 2023
Lively and adorable team effort. 👍 https://t.co/K2YqN2obJ2
— Narendra Modi (@narendramodi) February 26, 2023