Ileana D'Cruz: ইলিয়ানার সন্তানের বাবা কে? দেখুন ছবির ঝলক
Ileana D'Cruz (Photo Credits: Instagram)

মুম্বই, ২ জুনঃ গত মাসেই মা হওয়ার সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D'Cruz )। জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন 'বরফি' (Barfi) নায়িকা। কিন্তু নিজের সন্তানের বাবার পরিচয় নিয়ে এখনও মুখে কলুপ এঁটে রয়েছে তিনি। অভিনেত্রীর মা হওয়ার সংবাদে অনুরাগীরা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরালেও ইলিয়ানার সন্তানের 'বাবা' কে তা জানার কৌতূহও সমানতালে প্রকাশ করে যাচ্ছেন।

মা হচ্ছেন ইলিয়ানা... 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

তবে শুক্রবার নায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হঠাৎ দেখা মিলল তাঁর প্রেমিকের। মুখ প্রকাশ না করলেও প্রেমিকের হাতের উপর হাত রেখে একখানা ছবি শেয়ার করেছেন 'রুস্তম' (Rustom) অভিনেত্রী। দুজনের অনামিকাতেই জ্বলজ্বল করছে আংটি। প্রেমালাপের ছবি শেয়ার করে ইলিয়ানা লিখেছেন, 'আমার কাছে রোমান্স মানে তাঁকে শান্তিতে খেতে না দেওয়া'।

প্রেমিকের হাতে হাত... 

Ileana D'Cruz Instagram Story (Photo Credits: Instagram)

ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কের জোর গুঞ্জন চলছে নায়িকার। আর সেই গুঞ্জনের মাঝেই ইলিয়ানার মা হওয়ার সংবাদ যেন আরও বেশি করে আগুনে ঘি দিয়েছে। ভিকি পত্নীর ভাই কি তবে ইলিয়ানার সন্তানের বাবা! প্রশ্নের উত্তর নিয়ে কৌতূহলী নেটবাসী। গত বছর ক্যাটরিনা কাইফের জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে অভিনেত্রীর পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। এমনকি রাজস্থানে ক্যাট-ভিকির বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি।

মালদ্বীপে ভ্রমণে... 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

এর আগে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার আন্ড্রু নিবোনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল ইলিয়ানা ডিক্রুজের। বহুবার তাঁকে 'স্বামী' হিসাবেও উল্লেখ করেছেন নায়িকা। কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই নিজের ব্যক্তিগত জীবন কিংবা প্রেমজীবন নিয়ে খুব একটা খোলাখুলি আলোচনা করেন না ইলিয়ানা। সেই সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। এবং সেই তাঁর সন্তানের 'বাবা', অনুমান নেটিজেনের।