Genelia D'Souza Dances With Salman Khan: বাগান বাড়িতে সলমনের সঙ্গে জেনেলিয়ার নাচ, ভাইরাল ভিডিয়ো
Salman Khan Dances With Genelia (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: সলমন খানের সঙ্গে প্রাণ খুলে নাচলেন জেনেলিয়া দেশমুখ। সলমন খানের পানভেলের বাগান বাড়িতে ভাইজানের সঙ্গে নাচতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। জেনেলিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। দেখুন সলমন খান এবং জেনেলিয়া দেশমুখের সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

২৭ ডিসেম্বর ৫৬-তে পড়লেন সলমন খান। সলমনের ৫৬-র জন্মদিনের অনুষ্ঠান তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের মধ্যেই ছিল সীমাবদ্ধ। সাপের কামড়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সলমন খান সোজা তাঁর পানভেলের বাগান বাড়িতে চলে যান। সেখানেই পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে তিনি জন্মদিন পালন করেন।

আরও পড়ুন:  COVID 19: করোনার চিকিৎসায় কোভোভ্যাক্স, কোরবেভ্যাক্সকে ছাড়পত্র, অনুমোদিত অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভির

সলমন খানের জন্মদিনে তাঁকে বলিউডের তাবড় তারকারা শুভেচ্ছা জানান। ক্যাটরিনা কাইফও ছিলেন সেই তালিকায়। সলমনের জীবন যাতে ভালবাসার আলোয় ভরপুর হয়ে ওঠে, সেই আশা প্রকাশ করেন ক্যাটরিনা কাইফ। প্রাক্তনকে ক্যাটরিনা শুভেচ্ছা জানাতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।