Molnupiravir (Photo Credits: IANS)

দিল্লি, ২৮ ডিসেম্বর: করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে আরও দুই টিকা এবং অ্যান্টি ভাইরাল ওষুধকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে কোভোভ্যাক্স ( Covovax) এবং করোবেভ্যাক্সকে (Corbevax) ছাত্রপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকেও (Molnupiravir) ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোভোভ্যাক্স, কোরবেভ্যাক্স এবং মলনুপিরাভিরকে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

কোভোভ্যাক্স এবং কোরবেভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হতে পারে করোনা আক্রান্তদের ক্ষেত্রে। কোভোভ্যাক্স এবং কোরবেভ্যাক্স অনুমোদন পাওয়ায় এই মুহূর্তে করোনা প্রতিরোধে যে টিকাগুলি (COVID 19 Vaccine) ব্যবহার করা যাচ্ছে, সেই সংখ্যা ৮-এ পৌঁছল।

আরও পড়ুন:  Derek O'Brien Tests Positive For Covid-19: কোভিডে আক্রান্ত ডেরেক ও ব্রায়েন, আইসোলেশনে তৃণমূল সাংসদ

করোনা (Coronavirus) প্রতিরোধে ভারতে অনুমোদিত বাকি ৬টি টিকা হল কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জাইকভ ডি, স্পুটনিক ভি, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। এবার সেই তালিকায় যুক্ত হল কোভোভ্যাক্স এবং কোরবেভ্যাক্স।