আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করছেন বাঙালি কন্যা সুস্মিতা সেন (Sushmita Sen)। ললিত মোদী নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে বিয়ের খবর দিয়ে খুশি প্রকাশ করেন। বিশ্ব ভ্রমণের পর সুস্মিতা সেনের সঙ্গে তিনি নতুন জীবন শুরু করলেন বলে জানান ললিত মোদী (Lalit Modi)।
Former IPL chairman Lalit Modi announces his wedding with actor Sushmita Sen. pic.twitter.com/rzvEKBmeNR
— ANI (@ANI) July 14, 2022
সুস্মিতার সঙ্গে বিয়ের বিষয়ে পরপর ২টি ট্যুইট করেন ললিত মোদী। প্রথমে সুস্মিতার সঙ্গে বিয়ের খবর জানালেও, পরে পালটি খান তিনি। দ্বিতীয় ট্যুইটে ললিত মোদী জানান, বাঙালি কন্যার সঙ্গে ডেট করছেন তিনি। খুব শিগগিরই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন তাঁরা।
Just for clarity. Not married - just dating each other. That too it will happen one day. pic.twitter.com/Rx6ze6lrhE
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
সম্প্রতি মডেল রেহমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুস্মিতা সেনের। রোহমানের সঙ্গে বিচ্ছেদ হলেও তাঁরা ভাল বন্ধু বলে দাবি করেন সুস্মিতা। রোহমানের সঙ্গে বিচ্ছেদের পর এবার তিনি ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন জীবন শুরু করলেন বলে জানান।