Flesh Review (Photo Credit: LatestLY)

সিদ্ধার্থ আনন্দের প্রযোজনায় দানিশ আসলামের পরিচালনায় আট এপিসোডের মিনি-সিরিজ ফ্লেশ। ছবির প্রধান চরিত্রে রয়েছেন স্বরা ভাস্কর, ছবির বিপরীত চরিত্রে রয়েছে অক্ষয় ওবেরয়। ছবির সাপোর্টিং রোলে অভিনয়ে রয়েছেন বিদ্যা মালভাদে, যুধিষ্ঠির ইউরস, রাহুল দত্ত, মহিমা মাকওয়ানা, সায়নদীপ সেনগুপ্ত, নাতাসা স্টানকোভিক। ইরস নাও-তে আপনি দেখতে পাবেন এই মিনি-সিরিজটি।

ছবির মূল গল্প জোয়াকে নিয়ে, প্রবাসী ভারতীয় দম্পতির কন্যা, বিদেশ থেকে মুম্বইয়ে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে  অপহরণ করা হয় তাকে। ঘটনাটির তদন্তের দায়িত্ব পড়ে এসিপি রাধার উপরে, তদন্তে নেমে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসে পুলিশের হাতে...এখানেই ছবিতে রয়েছে একের পর এক চমক। ছবির গল্প খুব দ্রুত এগোবে এবং ছবি দেখতে দেখতে আপনি বুঁদ হয়ে যাবেন, মূল চরিত্রে থাকা স্বরা ভাস্করের অভিনয় দুর্দান্ত। গল্পের বুনন ভীষণই মজবুত, দৃঢ় এবং এটি গভীরভাবে নাড়িয়ে দেবে আপনাকে।

মানব-পাচারকারির চক্রের সন্ধানে বেরিয়ে পুলিশের হাতে উঠে আসবে ভয়ঙ্কর কিছু বিষয়।ঘটনার তদন্তের দৃশ্যের পট এতটাই হিংসাত্মক যে আপনি ছবিটি দেখতে দেখতে চমকে যাবেন। অক্ষয় ওবেরয়ের তাজের চরিত্র দুর্দান্ত, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেবেন তিনি। ছবির চিত্রনাট্য ভীষণই মজবুত, ছবিটির থেকে একপলকও আপনি চোখ এদিক ওদিক করতে পারবেন না। ছবির অ্যাকশনের সিনগুলো আরও একটু ভালভাবে হয়ত দেখানো যেত কারণ কোথাও কোথাও ভিএফএক্সের ছোঁয়াটা একটু বেশিই বোঝা গিয়েছে। শেষ কথা একটাই-- ফ্লেশের ৮টি এপিসোড মারফত মানব পাচারকারী চক্রের একটা ভয়ঙ্কর দিকের ছবি তুলে ধরা হয়েছে।

ভাল!

স্বরা এবং অক্ষয় ওবেরয় নি:সন্দেহে

পারফেক্ট থ্রিলার

পার্শ্বচরিত্রের কলাকুশলীরা

বাজে!

কিছু কিছু জায়গা ভীষণই প্রেডিক্টেবল লেগেছে

চমক দেওয়ার জায়গাটায় আরও একটু অন্যরকম করা যেত