Kareena Kapoor Khan: প্রকাশ্যে করিনার দ্বিতীয় সন্তান জে-র ছবি! জল্পনা তুঙ্গে
জে-র সঙ্গে করিনা

মুম্বই, ১৫ জুলাই: প্রকাশ্যে এল জে-র ছবি। করিনা কাপুর খানই এবার সবার সামনে নিয়ে এলেন তাঁর দ্বিতীয় সন্তানকে। করিনার (Kareena Kapoor Khan) বই 'প্রেগনেন্সি বাইবেলে' জে-র ছবি উঠে এসেছে বলে দাবি করছে অভিনেত্রীর বেশ কয়েকটি ফ্যান পেজ।

সেখানে সবচেয়ে 'হ্যান্ডসাম মেন'-এর তালিকায় সইফু (Saif Ali Khan), তৈমুর (Taimur Ali Khan)এবং জে-র (Jeh)নামও অন্তর্ভুক্ত করেন করিনা কাপুর খান। তবে অভিনেত্রীর নিজের সোশ্যাল হ্যান্ডেলের তরফে এমন কোনও ছবি এখনও শেয়ার করা হয়নি। দ্বিতীয় সন্তানের ছবি নিয়ে করিনা নিজেও কোনও মন্তব্য এখনও করেননি।

আরও পড়ুন:  Virat, Anushka's Bodyguard: অনুষ্কা, বিরাটের দেহরক্ষীর বেতন লজ্জায় ফেলবে যে কোনও কোম্পানির সিইওকে

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

এদিকে করিনা কেন নিজের বইয়ের নাম 'প্রেগনেন্সি বাইবেল' রেখেছেন, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। করিনার বিরুদ্ধে মহারাষ্ট্রের শিবাজী নগর থানায় অভিযোগ দায়ের করে খ্রিস্টানদের একটি সংগঠন। বইয়ের নাম প্রেগনেন্সি বাইবেল রেখে করিনা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন বলে দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠবনের তরফে ।