মুম্বই, ২২ এপ্রিল: সলমন খানের (Salman Khan) ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর এবার প্রার্থনা সারতে দরগায় গেলেন অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma)। সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর হজরত নিজামুদ্দিন দরগায় প্রার্থনা করতে গেলেন অভিনেতার বোন অর্পিতা। খান পরিবারের প্রত্যেকে যাতে ভাল থাকেন, সুস্থ এবং নিরাপদে থাকেন, সেই প্রার্থনা করতেই অর্পিতা হজরত নিজামুদ্দিন দরগায় যান। দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
গত রবিবার সলমন খানের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে দুই যুবক। গুজরাটের ভুজ থেকে ৯৫ কিলোমিটার দূর থেকে ভিকি এবং সাগরকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ভিকি, সাগরের গ্রেফতারির পর তাদের জোরকদমে জেরার কাজ শুরু হয়। সেখানেই তারা দাবি করে, সলমন খানকে ভয় দেখাতেই তারা আনমোল বিষ্ণোইয়ের কথামত ওই কাজ করেছে।