রোহিত শেট্টি (Photo Credits: Insta)

মুম্বই, ২২ এপ্রিল: মহামারী করোনায় ত্রস্ত গোটা দেশ। সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। প্রতিমুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর পদধ্বনি। এই পরিস্থিতিতে লকডাউন নিশ্চিত করতে প্রায় গোটা দিন রাস্তায় কাটাচ্ছেন পুলিশকর্মীরা। এবার সেই সব পুলিশকর্মীদের স্বাচ্ছন্দের জন্য এগিয়ে এলেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি (Filmmaker Rohit Shetty)। মুম্বইয়ের আটটি হোটেলের সঙ্গে কথা বলে পুলিশকর্মীদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করলেন তিনি। এই খবর মুম্বই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার হয়েছে। বিপর্যয়ের সময় দৃশ্যমের পরিচালকের এই মহানুভবতায় ধন্যবাদ জানিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় কাজ করছেন আমাদের পুলিশকর্মীরা। তাঁদের স্নান, খাওয়া, বিশ্রামের জন্য শহরের অন্তত আটটি হোটেলে প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন রোহিত শেট্টি।

টুইট বার্তায় মুম্বই পুলিশ বলেছেন, “এই মহান ভূমিকা পালনের জন্য ও আমাদের সহযোগিতা করার জন্য এবং মুম্বইরে সুস্থ রাখার জন্য রোহিত শেট্টিকে ধন্যবাদ জানাই।” লকডাউনের জেরে পশ্চিম ভারতের সিনে কর্মীদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। যারা ইন্ডাস্ট্রিতে দিন আনি দিন খাই বেসিসে কাজ করতেন তাঁদের অবস্থা এখন দুর্বিষহ। আগেই সেই সব কর্মীদের জন্য সিনে কর্মী ফেডারেশনকে ৫১ লক্ষ টাকা দিয়েছেন রোহিত শেট্টি। তাঁর আগেই সিম্বার নায়ক সোনু সুদ এই দুর্দিনে মু্ম্বইয়ের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্সদের থাকার জন্য নিজের হোটেল খুলে দিয়েছেন। আরও পড়ুন- Uttar Pradesh: লকডাউনে মহা শোরগোল, সিনিয়র সাব ইন্সপেক্টরকে লাঠিপেটা করল কনস্টেবল

কিং খান ও তাঁর স্ত্রী গৌরী নিজেদের চারতলা অফিসকে করোনা রোগীর চিকিৎসায় ব্যবহারের জন্য দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯, ৯৮৪। মৃত হয়েছে ৬৪০ জনের