Boney Kapoor's Credit Card Misused: প্রতারণার শিকার প্রযোজক বনি কাপুর, ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ৪ লাখ টাকার লেনদেন
Boney Kapoor (Photo: ANI)

মুম্বই, ২৮ মে: প্রতারণার শিকার হলেন বলিউড প্রযোজক বনি কাপুর (Boney Kapoor)। তাঁর ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে প্রায় ৪ লাখ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। ৯ ফেব্রুয়ারি কাপুরের অ্যাকাউন্ট থেকে পাঁচটি জালিয়াতি লেনদেনের মাধ্যমে ৩ লাখ ৮২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের কয়েকটি ধারায় বুধবার মুম্বইয়ের আম্বোলি থানায় (Amboli Police Station) একটি মামলা দায়ের করা হয়েছে।

তাঁর অজান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, এটা জানার পরই বনি কাপুর ব্যাঙ্কে খোঁজখবর নেন। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রযোজক পুলিশকে জানিয়েছেন যে কেউ তাঁর ক্রেডিট কার্ডের তথ্য সম্পর্কে জানতে চায়নি বা তিনি এই বিষয়ে কোনও ফোন কলও পাননি। আরও পড়ুন: Karan Johar's Birthday: করণের সঙ্গে ডাফলি বাজিয়ে নাচলেন রণবীর সিং, রণবীর কাপুর, দেখুন

বনি কাপুর ক্রেডিট কার্ডটি ব্যবহার করার সময় কেউ তথ্য পেয়ে যায় বলেই সন্দেহ করছে পুলিশ। জানা গিয়েছে, কার্ডের টাকা গুরুগ্রামের একটি কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে।