মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: শিবানী দান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে সবে সবে দ্বিতীয়বার বিয়ে সেরেছেন পারহান আখতার। শিবানীর সহ্গে বিয়ের পর দুই মেয়ে শাক্য এবং আকিরার সঙ্গে ছবি শেয়ার করলেন ফারহান (Farhan Akhtar)। বাবার বিয়েতে হাসি মুখে পোজ দিতে দেখা যায় শাক্য এবং আকিরাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে বিয়ের আসরের ছবি শেয়ার করেন ফারহান আখতার। সেখানেই উঠে আসে শাক্য এবং আকিরার ছবি। দেখুন...
View this post on Instagram
প্রথম স্ত্রী অধুনা ভবনানি এবং ফারহান আখতারের দুই মেয়ে শাক্য এবং আকিরা। ২০০০ সালে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবনানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ফারহান আখতার। অধুনা এবং ফারহানের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। ১৭ বছরের সংসার ভেঙে এরপর ফারহান সম্পর্কে জড়ান শিবানী দান্ডেকরের সঙ্গে।
আরও পড়ুন: Farhan Akhtar And Shibani Dandekar: বিয়ের আসরে শ্বশুরমশাই জাভেদ আখতারের সঙ্গে নাচলেন শিবানী দান্ডেকর
শিবানী দান্ডেকরের কবে ফারহান আখতার বিয়ের পিঁড়িতে বসছেন, সে বিষয়ে প্রথনমে কিছু জানা যায়নি। ৪ বছরের সম্পর্কের পর সেষ পর্যন্ত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের পরিচালক, অভিনেতা।