মুম্বই, ৯ নভেম্বর: গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মা হন আলিয়া। রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের ঘরে কন্যা সন্তানের জন্মের পর হু হু করে ভাইরাল হয় একটি ভিডিয়ো। যখানে হাসপাতালে যখন আলিয়ার পাশে এক শিশু সন্তানের ছবি এবং ভিডিয়ো দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় হ হু করে ভাইরাল হয়ে যায় আলিয়া ভাটের সঙ্গে শিশু কন্যার ছবি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, আলিয়া-রণবীর নিজেদের শিশুর মুখ দেখিয়েছেন। তবে কাপুর বা ভাট পরিবারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের তরফেও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর লোটেস্টলি ডট কম ফ্যাক্ট চেক করে।
Congratulations alia so cute baby girl pic.twitter.com/kpYSt1Qfs4
— Drx.monikachoudhary (@monikac60799851) November 7, 2022
ফ্যাক্ট চেকের মাধ্যমে উঠে আসে, রণবীর, আলিয়া নিজেদের মেয়ের মুখ দেখাননি এখনও। আলিয়ার পাশে যাকে দেখা যায়, সেই ছবি বা ভিডিয়ো তৈরি করা হয়েছে। ফ্যাক্ট চেকের মাধ্যমে উঠে আসে আসল সত্যি।