Arjun Kapoor Reacts On Malaika Arora's Pregnancy: মালাইকা অন্তঃসত্ত্বা? মুখ খুললেন অর্জুন কাপুর
Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ নভেম্বর: মালাইকা অরোরা (Malaika Arora) অন্তঃসত্ত্বা? একটি সর্বভারতীয় বিনোদনের পোর্টালে এমনই একটি খবরের জেরে জোর গুঞ্জন ছড়ায়। যার জেরে এবার মুখে খুললেন অর্জুন কাপুর। অর্জুন (Arjun Kapoor) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখে খোলেন। পাশাপাশি তিনি আরও বলেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন কাটাছেঁড়া না করা হয়। এই ধরনের 'গসিপ আর্টিকেল' নিয়ে তাঁরা কখনও মাথা ঘামাতে চান না। এই ধরনের আর্টিকেল কেন বার বার প্রকাশ করা হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন কাপুর। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়ানোর সাহস যেন কেউ না দেখান বলে কার্যত তোপ দাগেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন:  Malaika Arora: অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা, কী বললেন নায়িকা

মা হতে চলেছেন মালাইকা অরোরা। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয় এমন শিরোনাম। যেখানে দাবি করা হয়, চলিত বছরের অক্টোবরে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা লন্ডনে (London) গিয়েছিলেন। এরপরই তাঁদের জীবনে সুখবর আসে। অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার পরিবার এবং ঘনিষ্ঠরা এ বিষয়ে সবকিছু জানেন বলেও দাবি করা হয় ওই খবর।

এরপরই মুখ খোলেন অর্জুন কাপুর।