DJ Accused Of Masturbation: জনপ্রিয় ডিজে পল ওকেনফোল্ডের (DJ Paul Oakenfold) বিরুদ্ধে ব্যক্তিগত সহকারীর সামনেই হস্তমৈথুন করার অভিযোগ উঠেছে। যার ফলে গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনীত ডিজের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেছেন তাঁর ২৩ বছরের ব্যক্তিগত সহকারী জেন রো।
২০২২ সালের অক্টোবর মাসে পল ওকেনফোল্ডের (DJ Paul Oakenfold) ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করার জন্যে নিযুক্ত হয়েছিলেন জেন। নিজের অভিযোগে জেন জানান, তাঁর কর্মসংস্থানের প্রথম দিন থেকেই ওকেনফোল্ড নিজের বাড়িতে তাঁর সামনেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হস্তমৈথুন করতেন। কখনও গাড়ির মধ্যে বসে তো আবার কখনও বাড়িতে দিনের পর দিন সেই একই ঘটনা তাঁর চোখের সামনে ঘটিয়ে গিয়েছেন ডিজে।
মার্কিন সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানীর মামলা দায়ের করতেই গত মার্চে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয় তাঁর ব্যক্তিগত সহকারীকে। কাজের অভাবের অজুহাত দেখিয়ে ডিজে পল ওকেনফোল্ড (DJ Paul Oakenfold) তাঁর সংস্থা ফ্রিকোইয়েন্সি ম্যানেজমেন্ট (Frequency Management) থেকে জেন রোকে বহিষ্কার করেন।