মুম্বই, ২৪ অক্টোবর: আলোর উৎসবে পরিবারের সঙ্গে ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সোমবার করিনা যে ছবি শেয়ার করেন, সেখানে রণধীর কাপুর এবং ববিতা কাপুরের সঙ্গে দেখা যায় নীতু কাপুর, করিশ্মা কাপুর (Karisma Kapoor), সইফ আলি খানদের। রণধীর কাপুরের পাশে দেখা মেলে সোহা আলি খানেরও (Soha Ali Khan)। দেখুন...
View this post on Instagram
এদিকে দীপাবলিতে সোহা আলি খানকেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ ছবি শেয়ার করতে দেখা যায়। যেখানে দাদা সইফ আলি খান এবং বউদি করিনা কাপুরের সঙ্গে দেখা যায় সোহা এবং কুণাল খেমুকে। দীপাবলির এই ছবিতে সোহা আলি খানকে দেখা যায় হলুদ রঙের উজ্জ্বল আনারকলিতে সাজতে। অন্যদিকে করিনা কাপুরকে দেখা যায় কালো রঙের সালওয়ার কামিজে। করিনার পাশাপাশি সইফ আলি খানকেও দেখা যায় কালো রঙের পাঞ্জাবিতে।
View this post on Instagram
তবে দীপাবলির ছবিতে তৈমুর আলি খান, জেহ আলি খান, ইনায়া নাউমি খেমুদের দেখা মেলেনি।