![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/Sooraj-Thapar-Dipti-Thapar-380x214.jpg)
মুম্বই, ৩১ মে: স্বামীর সুস্থতায় মাথা মুড়িয়ে ফেললেন অভিনেত্রী দিপ্তী থাপার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন দিপ্তী (Dipti Thapar)। তাঁর মত কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে, তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। এমনই জানালেন অভিনেতা সূরজ থাপার ( Sooraj Thapar)।
গত বছর কোভিড আক্রান্ত হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সূরজ থাপার। সূরজের অসুস্থতা এতটাই বেড়ে যায় যে তাঁকে আইসিইউকে ভর্তি করতে হয়। সূরজ থাপার যখন আইসিইউতে ভর্তি, সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন স্ত্রী দিপ্তী। সূরজ সুস্থ হয়ে উঠলে, তিনি তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে মাথা মুড়িয়ে আসবেন বলে মানত করেন দিপ্তী। এররপর সূরজ সুস্থ হয়ে উঠলে দিপ্তী বালাজি মন্দিরে যান এবং মাথা মুড়িয়ে মানত পূরণ করেন।
আরও পড়ুন: Jammu and Kashmir: ফের হামলা জম্মু কাশ্মীরে, কুলগামে মহিলা শিক্ষককে গুলি করে খুন জঙ্গিদের
View this post on Instagram
সূরজ থাপার জানান, তিনি যখন সুস্থ হয়ে লীলাবতী হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন, সেই সময় দিপ্তী তাঁর মানতের কথা জানান। তবে তাঁর অভিনেত্রী স্ত্রী যাতে এই কাজ করতে না করেন, সে কথা জানান সূরজ। তবে নিজের সিদ্ধান্তে অনড় দিপ্তী তিরুপতি মন্দিরে গিয়ে নিডের মাথা মুড়িয়ে ফেলেন।