মুম্বই, ২ এপ্রিলঃ তারকায় মোড়া আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড থেকে হলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ক্রিকেট ব্যক্তিত্ব। চাঁদের হাটের মাঝে সম্পন্ন হল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান (Nita Mukesh Ambani Cultural Centre Launch)। সোশ্যাল মিডিয়ায় চেয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের নানা ছবি, ভিডিয়ো।
আরও পড়ুনঃ ‘নাট্টু নাট্টু’ গানে আলিয়া-রশ্মিকার যুগলবন্দি, দেখুন
তারকাদের গ্ল্যামরস এন্ট্রি থেকে ধুমধুমার ডান্স পারফর্মেন্স, আয়োজনে কোন কিছুর খামতি রাখেননি আম্বানিরা। তবে এত বড় মাপের বিলাসবহুল এক অনুষ্ঠানে এত নামীদামী সব তারকা অতিথি। তাঁদের খাবারের মেনুও নিশ্চয়ই বিলাসবহুল ছিল। আম্বানিদের অনুষ্ঠানে (NMACC) অতিথিদের পাতে কী কী খাবার পরিবেশন করা হয়েছে তা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। সেই কৌতূহলও মেটালেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ কাপুর।
দেখুন আম্বানিদের অনুষ্ঠানের সুস্বাদু খাবারের মেনু...
অনুষ্ঠানের বেশ কিছু ছবি তারকা পত্নী শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। সেই ছবির ভিড়ের মাঝেই উঠে এসেছে আম্বানিদের অনুষ্ঠানে অতিথিদের পরিবেশিত সুস্বাদু খাবার ভর্তি থালার একটি ছবি। হরেক রকমের পদে সাজানো রয়েছে খাবারের থালা।