Dhurandhar Teaser or Advertisement For Cigarettes (Photo Credits: Instagram)

মুম্বই, ৬ জুলাইঃ রবিবার, ৬ জুলাই অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন (Ranveer Singh Birthday)। অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে এদিন প্রকাশ পেয়েছে তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'এর টিজার (Dhurandhar Teaser Out)। ধুন্ধুমার অ্যাকশন আর রোমাঞ্চে ঠাসা ছবির টিজার জুড়ে ধূমপান করতে দেখা গিয়েছে নায়কদের। কখনও রণবীর সিং (Ranveer Singh), কখনও সঞ্জয় দত্ত (Sanjay Dutt) তো আবার কখনও অক্ষয় খান্না, অর্জুন রামপাল - সিগারেট হাতে ফুল অন অ্যাকশন মডে বলি নায়করা।

২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজার রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে নায়কদের মার্কাটারি অ্যাকশন দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের আর অন্যদিকে তাঁদের অতিরিক্ত ধূমপানের দৃশ্যে কিছুটা হতাশ নেটবাসী। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা প্রচারের বদলে ধূমপানকে বিজ্ঞাপনের আকারে তুলে ধরার জন্যে ছবি নির্মাতাদের সমালোচনা করেছেন ভক্তরা।

'ধুরন্ধর'এর টিজার জুড়ে ধূমপানের প্রচার

'ধুরন্ধর'এ রণবীর কাপুরের লুক তাঁর পদ্মাবত ছবির আলাউদ্দীন খিলজি চরিত্রের কথা মনে করাচ্ছে। গাল ভর্তি দাঁড়ি, লম্বা চুল। আর রক্তে মাথা মুখ। কেউ আবার রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবির সঙ্গে মিল পাচ্ছেন।  ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে আর মাধবনকে। এক ঝলক দেখে তাঁকে চেনাই যাবে না। রবিবার ঠিক দুপুর ১২টা ১২ মিনিটে 'ধুরন্ধর'এর টিজার শেয়ার করেছেন রণবীর। লিখেছেন, একটা নরক উঠবে। আর তাতেই উন্মোচিত হবে অজানা পুরুষদের আসল গল্প'।

'ধুরন্ধর'এর টিজার

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবিটি ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। ছবির টিজার মুক্তির জন্যে রণবীর তাঁর ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট আর্কাইভ করে দিয়েছেন। আসন্ন ছবি ঘিরে অভিনেতা তাঁর দর্শকদের কৌতূহল বাড়াতে চাইছে।