দুবাই, ২৭ নভেম্বরঃ দুবাইতে জমিয়ে হুল্লোড় ক্রিকেট তারকাদের। ধোনি (MS Dhoni), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) সঙ্গে ডান্স ফ্লোরে দেখা গেল বলিউডের খ্যাতনামা র্যাপার বাদশাকেও (Badshah)। শনিবার রাতে দুবাইয়ের এক জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন তারকারা। সেখানেই কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া (Dhoni-Hardik Pandya Dance Video), ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) সহ আরও অনেককে।
দেখুন ভিডিয়োঃ
Kala Chasma ft. the finishers!😍❤️ @msdhoni @hardikpandya7 #Dhoni pic.twitter.com/O7jACWMoCn
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 27, 2022
পার্টিতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিও (Sakshi Dhoni)। সাক্ষী নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সেই পার্টির নানা মুহুর্ত। যা নিমেষে ভক্তমহলে ভাইরাল হয়। সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ‘বার বার দেখো’ (Baar Baar Dekho) ছবির জনপ্রিয় ‘কালা চশমা’ গানে র্যাপ করতে দেখা যাচ্ছে বাদশাকে। আর তাতেই কোমর দোলাতে দেখা গেল তারকা ক্রিকেটরদের। ধোনিকে (MS Dhoni) সচারচর এমন অবতারে দেখা যায় না। পার্টি, গেট টুগেদার থেকে নিজেকে দূরেই রাখেন তিনি। কিন্তু এদিন দুবাইয়ে (Dubai) পার্টি মুডে প্রিয় ধোনিকে দেখে বেশ উৎসুক ভক্তকুল।
দেখুন ভিডিয়োঃ
View this post on Instagram