Deepika Padukone-Ranveer Singh: দীপিকা, রণবীরের ম্যাশআপ, ভাইরাল ভিডিয়ো
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৬ জুলাই: এবার ৩৬-এ পড়লেন রণবীর সিং (Ranveer Singh)। সবেচেয়ে প্রিয় মানুষের জন্মদিনে নতুন ভিডিয়ো শেয়ার করেলন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। যেখানে 'তোয়াডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা'-র ম্যাশআপ করতে দেখা যায় দীপিকাকে। স্ত্রীর সঙ্গে সঙ্গ দেন রণবীরও। বাজিরাওয়ের জন্মদিনে মস্তানির ওই ভিডিয়ো দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। (প্রসঙ্গত বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলের মুখেই প্রথম এই ম্যাশআপ শোনা যায়)

রণবীর-দীপিকা যে বিয়ের পরও নিজেদের জুটিকে বলিউডের (Bollywood) অন্যতম 'হট অ্যান্ড হ্যাপেনিং' জুটির তকমা অব্যাহত রেখেছেন, তা বেশে স্পষ্ট।

আরও পড়ুন:  Srijit Mukherji: 'রাজকুমারীর চোখে অস্ত্রোপচারের অপেক্ষা', মেয়েকে পাশে নিয়ে লিখলেন সৃজিত

দেখুন ভিডিয়ো..

 

 

View this post on Instagram

 

এদিকে রণবীর সিংয়ের জন্মদিনে নিজের নতুন ছবির ঘোষণা করলেন করণ জোহর। প্রায় ৫ বছর পর করণ ফের পরিচালনায় ফিরছেন। করণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনী'-তে দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে।

রণবীর, আলিয়া (Alia Bhatt) শুধু নন, এই ছবিতে করণ চমক দিচ্ছেন আরও ৩ তজনকে একযোগে পর্দায় হাজির করে। অর্থাৎ করণ জোহরের এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র,  শাবানা আজমি এবং জয়া বচ্চনকে একযোগে। যে খবর প্রকাশ্যে আসতেই খুশি দর্শকরা।