Raju Srivastava (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।  দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। গত মাসে জনপ্রিয় এই স্ট্যান্ড-আপ কমেডিয়ান ট্রেডমিলে দৌড়নোর সময় বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। দ্রুত তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে দু'বার সিপিআর দেওয়া হয়। পরে এনজিওপ্লাস্টি করা হয়। এরপর ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়।

সেই থেকে রাজু হাসপাতালে চিকিৎসকদের পরামর্শেই ছিলেন। ৪১ দিন পর আজ সকালে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

১৯৮০ সাল থেকে বিনোদন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন রাজু। ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের প্রথম সিজনে অংশগ্রহণ করার পর খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তিনি ম্যায়নে পেয়ার কিয়া, বাজিগর, বোম্বে টু গোয়া-র রিমেক, আমদানি আত্থানি খারচা রূপাইয়া-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।