Anushka Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ জানুয়ারি: এবার ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) পর্দায় তুলে আনছেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর ক্রিকেটের জীবনের ছবি পর্দায় তুলে আনা সত্যিই 'স্পেশাল'। ' চাকদে এক্সপ্রেস'-এর (Chakda Xpress) প্রথম ঝলক সামনে আসার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই মন্তব্য করেন অনুষ্কা। ঝুলন গোস্বামীর বায়োপিকের ঝলক  অনুষ্কার (Anushka Sharma) সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সামনে আসার পর, তাঁকে অভিনন্দন জানান তপসী পান্নু, বরুণ ধাওয়ানরা। মিতালি রাজ থেকে ঝুলন গোস্বামীর ক্রিকেটীয় জীবনে কত কসরৎ, তা প্রকাশ্যে আসুক বলে অভিনন্দন জানান তপসী পান্নু।

দেখুন...

 

 

View this post on Instagram

 

ভামিকার জন্মের পর এবার ফের বড় পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা। ফলে মা হওয়ার পর অনুষ্কার কামব্যাক কেমন হয়, সে বিষয়ে অধীর অপেক্ষায় দর্শকরা।

আরও পড়ুন:  Subhashree Ganguly-Raj Chakraborty: ফের করোনার থাবা, দ্বিতীয়বার কোভিড পজিটিভ তারকা দম্পতি রাজ-শুভশ্রী

প্রসঙ্গত, ভামিকার জন্মের পর সংসার গুছিয়ে ফের তিনি অভিনয়ে ফিরবেন বলে আগেই জানান অনুষ্কা শর্মা। সেই অনুযায়ী, এবার ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরছেন অনুষ্কা।