Sushnat Singh Rajput (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ জুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় বড়সড় খবর প্রকাশ্যে এল। সিবিআই সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় আমেরিকার একটি টেকনিকাল টিমের তথ্য হাতে আসা বাকি রয়েছে। আমেরিকার ওই টেকনিকাল টিমের তথ্য এলে তবেই এই মামলার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করা যাবে বলে জানানো হয় সিবিআইয়ের তরফে। প্রসঙ্গত ২০২০ সালের জুনে মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্য়াট থেকে উদ্ধার করাহয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যু তীভাবে হল, তা আজজও ধোঁয়াশা।

বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খোলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, তদন্ত এখনও চলছে। পাশপাশি যে তথ্যগুলি জোগাড় হয়েছে, তার বিশ্বাসযোগ্যতা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Sushant Singh Rajput Case: সুশান্তের মৃত্যু মামলায় প্রাথমিক প্রমাণ সংগ্রহ চলছে, রহস্য প্রকাশ্য়ে আসবে? কী জানালেন ফড়ণবীশ

ওই ঘটনার পরপর এবার ফের সুশান্তের মৃত্যুর তথ্য প্রমাণ নিয়ে মুখ খুললে কেন্দ্রীয় তদন্তকারী  সংস্থা।