মুম্বই, ১৩ সেপ্টেম্বর: ব্রক্ষ্মাস্ত্র মুক্তির পর থেকে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। রণবীর কাপুর, আলিয়া ভাটের প্রথম ছবি কতটা সাফল্য পেল বক্স অফিসে, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। ব্রক্ষ্মাস্ত্র মুক্তির আগে নেটিজেনদের একাংশের তরফে বয়কটের ডাক দেওয়া হয়।
এমনকী, ১১ বছর আগে রণবীরের গোমাংস মন্তব্যের জেরে তাঁদের উজ্জয়িনীর মহাকাল মন্দিরেও প্রবেশ করতে দেয়নি একটি হিন্দুত্ববাদী সংগঠন। সবকিছু মিলিয়ে রণবীর, আলিয়ার ব্রক্ষ্মাস্ত্র যে একেবারে লাইমলাইটে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
Honest Brahmastra review ft.Poo pic.twitter.com/L5cdaIziSW
— Arman (@_m_c_q) September 12, 2022
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রক্ষ্মাস্ত্র নিয়ে এবার ভাইরাল হল একটি ভিডিয়ো। যেখানে কভি খুশি কভি গম-এর অনস্ক্রিন পু-এর একটি ভিডিয়ো ক্লিপ নিয়ে জোর চর্চা হয়েছে। করিনা কভি খুশি কভি গম-এ পু হয়ে যেভাবে ছেলেদের দেখে নিজের মত প্রকাশ করতেন কলেজ জীবনে, ব্রক্ষ্মাস্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সেই একই ভিডিয়ো ভাইরাল হল এবার।