Photo Credits: Facebook

নয়াদিল্লি: প্রতিবছর সারা বিশ্বের সবথেকে প্রভাবশালী (most influential people around the world) ১০০ জন মানুষের তালিকা প্রকাশ করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন (Time Magazine)। ২০২৩ সালের প্রকাশিত তালিকায় শীর্ষস্থানে জায়গা করে ভারতের নাম আবার উজ্জ্বল করলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Bollywood Superstar Shah Rukh Khan)।

সারা বিশ্বের মোট ১২ লক্ষ ভোটার ভোটের ভিত্তিতে এই ১০০ জনের তালিকা প্রকাশ পেয়েছে। তাতে সর্বোচ্চ ৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন বলিউডের কিং খান। এই রেসে তিনি পিছনে ফেলে দিয়েছেন ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেটিনার তারকা ফুটবলার লিওনেল মেসি, টুইটারের মালিক ইলন মাস্ক ও প্রিন্স হ্যারিকে।

শাহরুখ খানের পরেই এই তালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের সেই মহিলারা (Iranian women) যাঁরা হিজাবের বিরুদ্ধে ও মহিলাদের আধিকারের জন্য আন্দোলন সংগঠিত করেছিলেন। তাঁরা পেয়েছেন ৩ শতাংশ ভোট। আরও পড়ুন: SRK-Aryan in Same Hoodie: ছেলে আরিয়ানের হুডি পরেই KKR-এর ম্যাচ দেখতে ইডেনে এলেন শাহরুখ খান, দেখুন